এই মুহূর্তে কলকাতা

কালীপুজো ও দীপাবলীর দিন ২ঘণ্টা করে বাজি পোড়ানোর ছাড়পত্র চেয়ে আবেদন ,আগামীকাল নবান্নে বৈঠক

কলকাতা , ৪ নভেম্বর:- কালী পুজো এবং দীপাবলিতে বাজি পোড়ানো সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ না করার জন্য বাজি ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে রাজ্য সরকার তাদের সঙ্গে বৈঠকে বসছে। আগামীকাল নবান্নের ওই বৈঠকে অতিমারির আবহে জনস্বাস্থ্য সংক্রান্ত বাধ্যবাধকতা মাথায় রেখে কিভাবে বাজি ব্যবসায়ীদের ক্ষতির হাত থেকে বাঁচানো যায় সে বিষয়ে আলোচনা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজ্য সরকার গতকাল দীপাবলি ও কালী পুজোতে বাজি পোড়ানো বন্ধ রাখার ব্যাপারে সাধারণ মানুষকে আবেদন জানানোর প্রেক্ষিতে বাজি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে আজ রাজ্য সরকারকে পাল্টা আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়।

সংগঠনের নেতা বাবলা রায় মুখ্যমন্ত্রীকে লেখা ওই চিঠিতে জানিয়েছেন, বাজি নিষিদ্ধ করা হলে এই শিল্পের সঙ্গে যুক্ত ৩১ লক্ষ মানুষের জীবন জীবিকা সংকটের সম্মুখীন হবে। কালীপুজো ও দীপাবলীর দিন অন্তত ২ঘণ্টা করে বাজি পোড়ানোর ছাড়পত্র দেওয়ার জন্য তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরের লাইসেন্সপ্রাপ্ত ৫৩ হাজার বাজি ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্যবসায়ী সংগঠনের তরফ থেকে আবেদন জানানো হয়েছে। এর পরেই আগামীকাল তাদের বৈঠক ডাকা হয়।