স্পোর্টস ডেস্ক, ১ নভেম্বর:- মোহনবাগানের ঐতিহ্য, ক্লাব নিয়ে মানুষের আবেগ অন্য রকম। তাই বিজ্ঞাপনে এটিকে থেকে মোহনবাগানের আবির্ভাব একেবারেই মেনে নিতে পারেননি সবুজ-মেরুন সমর্থকরা। যার জেরে গত কয়েকদিন ধরে মোহনবাগানের পাশ থেকে ‘এটিকে’ নামটি সরানো-সহ একাধিক দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সমর্থকরা। একইসঙ্গে এটিকের চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বর সঙ্গেও নিজেদের নাম জুড়তে নারাজ বাগানভক্তরা। সবমিলিয়ে সরগরম হয়ে ওঠে ময়দান। এবার ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, শীঘ্রই বদলে ফেলা হবে এটিকে-মোহনবাগান জার্সিটি।
এটিকে-মোহনবাগানের একটি বিজ্ঞাপনে দেখা যায় দলের অন্যতম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
যাতে দেখানো হয়েছে তিনবারের চ্যাম্পিয়ন এটিকের জার্সি ওয়াশিং মেশিনে দেওয়ার পরই তার থেকে বেরিয়ে আসে সবুজ-মেরুন জার্সিটি। আর এই বিজ্ঞাপন দেখেই ক্ষোভে ফেটে পড়েন গঙ্গাপারের ক্লাবের সমর্থকরা। তাঁদের অভিযোগ, এভাবে শতাব্দী প্রাচীন ক্লাবের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। আঘাত লেগেছে সমর্থকদের ভাবাবেগেও। এমনকী এটিকে তিনবার আইএসএল জেতায় এটিকে-মোহনবাগানের নতুন জার্সিতে ছিল তিনটি স্টার। সেটিও সরিয়ে দেওয়ার দাবি তোলেন সমর্থকরা। নতুন দল হিসেবেই আইএসএল সফর শুরু করবে মোহনবাগান। এটাই তাঁদের ইচ্ছা।