বাঁকুড়া , ১ নভেম্বর:- এবার রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিজেপিতে এসে মানুষের জন্য কাজ করার আহ্বান জানালেন রাজ্য যুব মোর্চার বিজেপির সভাপতি তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এদিন সৌমিত্র খাঁ ও কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেনন বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরে রাজ্যে শান্তি বজায় রাখতে এবং রাজ্যবাসীর সমৃদ্ধির কামনা জানিয়ে পুজো দেন। পুজোর শেষে সাংসদ সৌমিত্র খাঁ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যের ভালোর জন্য সরকার পরিবর্তন প্রয়োজন রয়েছে। তাই তিনি যখন মানুষের জন্য কাজ করতে চান তিনি পিসি ভাইপো ছেড়ে বিজেপিতে এসে মানুষের জন্য কাজ করুক।
কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেনন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কেউ কেউ এ রাজ্যে হিংসা তৈরি করার চেষ্টা করছেন তাদের বিনাশ হোক। পাশাপাশি তিনি বলেন রাজ্যের সমস্ত মানুষের সুখ শান্তি বজায় থাকুক এবং সকলের পরিবারে সমৃদ্ধি হোক এই কামনা মায়ের কাছে জানালাম। তবে সৌমিত্র খাঁকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুর পৌরসভার বর্তমান প্রশাসক শ্যাম মুখার্জী বলেন, সৌমিত্র খাঁ কে যে তার কথায় শুভেন্দু অধিকারী বিজেপিতে আসবে। শুভেন্দু অধিকারী রাজ্যের ফেডারেল লিডার ওকি বাচ্চা ছেলে নাকি সৌমিত্রের কথায় বিজেপি করবে। কেন এসব অপ্রাসঙ্গিক কথা বলছেন সৌমিত্র খাঁ।