এই মুহূর্তে কলকাতা

করোনার টিকাকরনের কাজকে সুষ্ঠভাবে করার লক্ষ্যে সব রাজ্যকে বিশেষ কমিটি গড়ার নির্দেশ কেন্দ্রের।

কলকাতা , ৩১ অক্টোবর:- করোনা রোধে প্রস্তাবিত টিকাকরণের কাজকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকার এই রাজ্য সহ সব রাজ্য কে বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিয়েছে। টিকাকরণ বিষয়ে সুপারিশ এবং তদারকি করতে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কে তিনটি স্তরে কমিটি গড়তে হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ মুখ্যসচিবদের উদ্দেশ্যে লেখা চিঠিতে জানিয়েছেন। মুখ্যসচিবের নেতৃত্বে রাজ্য স্তরে একটি মূল স্টিয়ারিং কমিটি করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও স্বাস্থ্য সচিবের অধীনে রাজ্য স্তরের একটি টাস্কফোর্স এবং প্রতিটি জেলা শাসকের নেতৃত্বে জেলা স্তরে একটি করে টাস্কফোর্স গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজ্য স্তরের মূল স্টিয়ারিং কমিটি একমাস, রাজ্য স্তরের টাস্কফোর্স দুই সপ্তাহ এবং এক সপ্তাহের মধ্যে জেলা স্তরে টাস্কফোর্স গঠন করতে হবে বলে চিঠিতে স্পষ্ট জানান হয়েছে। উল্লেখ্য আগামী জুলাই মাসের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে দেশের ২৫ কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার প্রস্তুতি নিতে শুরু করেছে।