এই মুহূর্তে খেলাধুলা

এবার ইস্টবেঙ্গলে জার্মানির মিডফিল্ডার মাত্তি স্টেইনম্যান

স্পোর্টস ডেস্ক , ৩০ অক্টোবর:- সামনেই আইএসএল টুর্নামেন্ট। ইতিমধ্যেই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল শিবির। দলে যোগ দিয়েছেন জার্মানির ২৫ বছর বয়সি মিডফিল্ডার মাত্তি স্টেইনম্যান। মাঝমাঠে তাঁকে নিয়েই আপাতত স্বপ্ন বুনতে শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড। বুন্দেশলিগা এবং ডয়ানিশ সুপার লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে ভারতের মাটিতে পা রেখেছেন। হ্যামবার্গার এসভি অ্যাকাডেমি থেকে স্নাতক পাশ করার পরে তিনি ডাই রোথোসেন ক্লাবের হয়ে ১২টি বুন্দেশলিগার ম্যাচ খেলেন। ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেওয়ার আগে ২০১৯-২০ মরশুমে স্টেইনম্যানকে শেষবার ফুটবল মাঠে দেখতে পাওয়া গিয়েছিল। ওয়েলিংটন ফোনেইক্স ক্লাবের হয়ে এ-লিগের ম্যাচ খেলেছিলেন তিনি।

উল্লেখ্য, নিউজ়িল্যান্ডের হয়ে তিনি মোট ২৪টি ম্যাচ খেলেছিলেন। সিনিয়র হিসাবে দেশের হয়ে কখনই খেলেননি স্টেইনম্যান। তবে ২০১৫ সালে তিনি জার্মানির হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ খেলেছেন। এই টুর্নামেন্টে তাঁকে মোট চারটে ম্যাচে খেলানো হয়। এরমধ্যে দুটো ম্যাচে তিনি শুরু থেকে নেমেছিলেন। আর বাকি দুটোতে পরিবর্ত হিসেবে। তবে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে হেরে যায় জার্মানি। ২০১৯-২০ মরশুমে এক বছরের চুক্তিতে ওয়েলিংটন ফোনেইক্স ক্লাবে যোগ দিয়েছিলেন এই মিডফিল্ডার। এই কিউয়ি ক্লাবের মাঝমাঠে তিনি মধ্যমনি হয়েই থাকতেন। চুক্তি শেষ হওয়ার পরেই তিনি ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়েছেন।