কলকাতা , ২৯ অক্টোবর:- রাজ্য সরকার জলস্বপ্ন প্রকল্পের আওতায় এক লক্ষ ১৪ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নল বাহিত পানীয় জল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে প্রায় কুড়ি হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জল সরবরাহ করা শুরু হবে। এজন্য সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। জলস্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যের চার লক্ষ ৩৫ হাজার বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ শুরু করা হয়েছে। তারপরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে জল সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে।
পরবর্তী পর্যায়ে এই প্রকল্পের আওতায় রাজ্যের ৮০ হাজার প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল ভবনে বিশুদ্ধ নল বাহিত জল সরবরাহ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে জানা গিয়েছে। গোটা দেশে পানীয় জল সরবরাহ ব্যবস্থার মানোন্নয়ন এবং জল সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহের কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক রাজ্যগুলিকে বৈঠকে ডেকেছে।রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ জনসাস্থ কারিগরি দপ্তর এর শীর্ষ কর্তারা ওই বৈঠক এ রাজ্যের প্রতিনিধিত্ব করবেন। সেখানে এই বিষয়ে রাজ্যের বিভিন্ন প্রকল্প গুলির কথা তুলে ধরা হবে বলে দপ্তর সূত্রে খবর।