কলকাতা , ২৮ অক্টোবর:- দুর্গা প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই নৌকো দুর্ঘটনায় সলিল সমাধি হওয়া পাঁচ ব্যাক্তির পরিবারকে রাজ্য সরকার ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা করে দেবে। আজ স্বরাষ্ট্র দপ্তর থেকে টুইট বার্তায় এই কথা জানানো হয়েছে। উল্লেখ্য গত সোমবার মুর্শিদাবাদের বেলডাঙার দুমনি বিলে প্রতিমা নিরঞ্জনের সময় নৌকো দুর্ঘটনায় পাঁচ জনের সলিল সমাধি হয়।
Post Views: 305








