এই মুহূর্তে জেলা

মহানবমীতে নিয়ম বিধি মেনেই চলছে কুমারী পূজো।


বাঁকুড়া , ২৫ অক্টোবর:- বাঁকুড়া শহরের বেপারী হাটে আজ নবমীর দিন 47 তম কুমারী পুজো মহা ধুমধামের সাথে পালন করা হলো। এই পুজো আর পাঁচটা পুজোর থেকে কিছুটা হলেও আলাদা কারণ এখানে নবমীর দিন কুমারী পূজা হয়। অন্য জায়গায় অষ্টমীর দিন কুমারী পুজো হয় এক্ষেত্রে বাঁকুড়া জেলায় বেপারী হাটের কুমারী পুজো নবমীর দিন হয়। মা দুর্গাকে যেভাবে বরণ করে নেওয়া হয় পুজো করা হয় ঠিক একইভাবে প্রাণস্বরূপ এই কুমারীকে দেবীর ন্যায় পূজা করা হয়। মৃন্ময়ী মাকেও পুজো করা হয়। এবারের পূজাতে কুমারী হয়েছেন হাত বাড়ির সাথী আচার্য অপরূপ শোভা শোভিত করা হয়েছে জননী সাথীকে। ভক্তি ও নিষ্ঠা ধরেই পুজো করা হয় এইখানে চলে কুশল বিনিময় মিষ্টিমুখ সিঁদুর খেলা কিন্তু করোনার সুবাদে এইগুলো সব ইতিহাস হয়ে গেছে।