এই মুহূর্তে জেলা

৫ ও ৬ এর পল্লীর পুজোয় শ্রদ্ধাভরে চন্ডীপাঠ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

হুগলি , ২৫ অক্টোবর:- হুগলির শ্রীরামপুরের গান্ধী ময়দানে ৫ ও ৬ এর পল্লীর পুজোয় শ্রদ্ধাভরে চন্ডীপাঠ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের প্রাচীন বারোয়ারি পুজো গুলির মধ্য অন্যতম এই পুজো। গত কয়েক বছর ধরে এই পুজোয় অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে শ্রীরামপুর আর,এম,এস মাঠে এই পুজো মণ্ডপে আসেন কল্যানবাবু। অন্যান্য পুরোহিতদের সঙ্গে বসে তিনি ভক্তিভরে চন্ডীপাঠ করেন। মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করেন।

এবারের পুজোর ভাবনা জমিদারবাড়ি ঠাকুরদালান। অন্যান্য বছর হুগলি জেলার অন্যতম সেরা পুজো হিসেবে শ্রীরামপুরে প্রথম সারিতে থাকে। কিন্তু এবছর করোনার মহামারীতে খুবই অনাড়ম্বরভাবে পুজোটি করা হচ্ছে। কিন্তু পুজোর যে চিরাচরিত রীতি এবং ভাবগম্ভীর পরিবেশে সেটা কিন্তু সম্পূর্ণ বজায় রয়েছে। চতুর্থীর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে এখানকার দুর্গোত্সবের সূচনা হয়। গত সপ্তমী, অষ্টমী ,নবমী এই তিনদিন শুদ্ধাচারে পূজা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় বহু মানুষ সামাজিক দূরত্ব এবং করোনা বিধি মেনে প্রতিমা দর্শন করতে আসছেন।