এই মুহূর্তে জেলা

সরকারি নির্দেশ মেনে কামারপুকুর মঠ ও মিশনের কুমারী পূজা অনুষ্ঠিত হলো

হুগলি , ২৪ অক্টোবর:- করোনা আবহে কামারপুকুর রামকৃষ্ণ মঠের চলছে কুমারী পুজো। করোনা অাবহের কারণে সরকারি নির্দেশ মেনে কামারপুকুর মঠ ও মিশনের দুর্গাপুজোর কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে এই পুজো কে কেন্দ্র করে কামারপুকুর মঠ মোতায়েন করা হয়েছে পুলিশ প্রশাসনকে। শুধু তাই নয় কামারপুকুর মিশনের থার্মাল গান থেকে শুরু করে স্যানিটাইজার, স্যানিটাইজার চ্যানেল দিয়ে প্রবেশ করানো হচ্ছে মাক্স পরে সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছে কুমারী পুজো এবার একটু অন্য স্বাদের মানুষ খোলামেলা ভাবে উপভোগ করতে না পারলেও কোভিড-১৯ মহামারীর করার ফলে করাল গ্রাস এর ফলে সামাজিক দূরত্ব মেনেই মাক্স পরেই এই পুজো তারা উপভোগ করছে অষ্টমীর দিন যে কুমারী পুজো তার মাহাত্ম্য অন্যরকম তাই যেহেতু কামারপুকুর মঠ মিশনের সরকারি নির্দেশ মেনে কুমারী পূজার আয়োজন তাই ভক্তরাও সমস্ত কিছু বিধিনিষেধ মেনে প্রবেশ করছেন