হুগলি , ১৪ অক্টোবর:- ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে হগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদবের ডানা ছাটল রাজ্য নেতৃত্ব। বুধবার ক্যামাক স্ট্রীটে নিজের অফিসে জেলার বিবাদমান দুই পক্ষকে নিয়ে ম্যারাথন বৈঠক করেন অভিষেক বন্দোপাধ্যায় ও সুব্রত বক্সী। ছিলেন প্রশান্ত কিশোর। জেলার তরফে দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরুপ পোদ্দার, বিধায়ক প্রবীর ঘোষাল, বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী তপন দাশগুপ্ত, জেলা সভাপতি দিলীপ যাদব। ওই বৈঠকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন অভিষেক কে।
স্পীকার ফোনে সাংসদ বিধায়কদের নিয়ে ৮ জনের কোর কমিটি গড়ে দিয়ে একসঙ্গে কাজ করার হুশিয়ারি দেন। সেই সঙ্গে একে অপরের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপ থেকে দূরে থাকার নির্দেশ দেন। কোর কমিটি ১৭ তারিখ শ্রীরামপুরে বৈঠক করে কার্য পদ্ধতি নির্ধারণ করবে। দলের মুখপাত্র প্রবীর ঘোষাল বলেন, বিধানসভা ভোটের আগে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতেই এ দিন কলকাতায় বৈঠক হয়েছে। এই আট জনের কোর কমিটি হুগলি জেলার তৃণমূল দলের আগামী দিনের কর্মসূচির রূপরেখা ঠিক করবে।একক সির্ধান্ত নিয়ে কেউ জেলায় কিছু করতে পারবেনা।আগামী বিধানসভা ভোটে হুগলি জেলার জন্য রূপরেখাও ঠিক করবে আট জনের কোর কমিটি।