জেলা এই মুহূর্তে

বামেদের ডেপুটেশন কর্মসুচিকে ঘিরে তুলকালাম হুগলি – চুঁচুড়া পৌরসভা।

সুদীপ দাস , ১৪ অক্টোবর:- বেহাল নাগরিক পরিষেবা, নিয়োগে স্বজনপোষন, ব্যাপক দুর্নীতির মত অভিযোগ তুলে হুগলি-চুঁচুড়া পৌরসভায় বামেদের ডেপুটেশন কর্মসুচিকে ঘিরে তুলকালাম। পুরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জীকে সরাসরি দুর্নীতিবাজ বলে দাবী করে বসলেন পুরসভার বিরোধী দলনেতা সমীর মজুমদার। মেজাজ হারিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বাম আমলের বিভিন্ন দুর্নীতি নিয়ে বাম প্রতিনিধি দলের মুখের উপর প্রশ্ন ছুড়লেন পুরপ্রশাসক। পুরপ্রশাসকের দপ্তরের তাপমাত্রা তখন তীব্র থেকে তীব্র হয়ে উঠলো। বাইরে সুষ্ঠ প্রতিবাদ সভা চললেও ভিতরে পুরপ্রশাসকের ঘরে তার লেশমাত্র নেই।

বাম আমলের পুরপ্রধান থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী নরেন দের নাম করে দুর্নীতির অভিযোগ তুলে চললেন গৌরিকান্ত বাবু, অপরদিকে বাম প্রতিনিধিরাও পুরপ্রধানকে একের পর বান মেরে চললেন। দু’পক্ষই দু’পক্ষের দিকে তর্জনী তুলে এগিয়ে আসছেন। ঘরে তখন একজন পুলিশ কর্মী ও কয়েকজন পুরকর্মী কিভাবে কাকে সামলাবেন বুঝে পাচ্ছে না। বাইরে বেড়িয়ে বিরোধী দলনেতা বলেন আজকে পুরপ্রশাসকের ঘরের ঘটনা বিরল থেকে বিরলতম। অন্যদিকে পুরপ্রশাসক বলেন বামেরাই দুর্নীতিতে বিশ্বরেকর্ড করেছে। তাই দুর্নীতি নিয়ে বামেরা ডেপুটেশন দিতে এলে আমিই ওদের পাল্টা ডেপুটেশন দিয়ে দিয়েছি।