স্পোর্টস ডেস্ক, ৮ অক্টোবর:- আরও একটি পালক জুড়ল IFA’এর মুকুটে। এবার ইস্ট–ওয়েস্ট মেট্রোর সল্টলেক স্টেডিয়াম স্টেশনের নামের সঙ্গে জুড়ে গেল আইএফএ–এর নাম। নতুন নাম হল ‘আইএফএ সল্টলেক স্টেডিয়াম’। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশি থেকে শুরু করে আইএফএ’র সচিব জয়দীপ মুখোপাধ্যায়। সম্প্রতি নতুন ব্র্যান্ডিং পার্টনার পেয়েছে আইএফএ। এবার নিজেদের ব্র্যান্ড ভ্যালু তুলে ধরতে এই মেট্রো স্টেশনের ব্র্যান্ডিং রাইটস নিজেদের হাতে নিল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। জানা গিয়েছে, বঙ্গ ফুটবলের ইতিহাস স্থান পাবে মেট্রো স্টেশনের দেওয়ালে। লেখা থাকবে আইএফএ’এর ইতিহাস। থাকবে প্রাক্তন ফুটবলারদের ছবিও। বলতে গেলে, গোটা স্টেডিয়ামটি সাজানো হবে বঙ্গ ফুটবলের থিমে।
অন্যদিকে ২১২ দিন পর প্রথম সরকারি ভাবে ফুটবল গড়াল বাংলায়। দীর্ঘদিন পর যুবভারতী, কল্যাণী স্টেডিয়ামের সবুজ ঘাসে ফুটবল ফিরল। এদিন দ্বিতীয় ডিভিশন আইলিগে মাঠে নামল মহামেডান স্পোর্টিং এবং ভবানীপুর। করোনা সংক্রমণে আক্রমণভাগে ক্রোমাকে না পেলেও সহজেই ম্যাচ জিতল শংকরলাল চক্রবর্তীর ভবানীপুর। যুবভারতীতে ২–০ গোলে তাঁরা হারাল বেঙ্গালুরু ইউনাইটেডকে। পঙ্কজ মৌলা এবং ফিলিপ আদজার গোলে ম্যাচ জিতল কলকাতার ক্লাবটি। অন্যদিকে, হাড্ডাহাড্ডি লড়াইয়ে গাড়ওয়াল এফসিকে ১–০ গোলে হারাল মহামেডান। ম্যাচের অন্তিম মুহূর্তে দলের হয়ে একমাত্র গোলটি করেন মুনমুন লুগুন।