কলকাতা , ৩০ সেপ্টেম্বর:- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে এরাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দেশ বিদেশের শিল্প মহলের প্রশংসা লাভ করেছে বলে অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করেছেন। শিল্প সম্মেলনের কার্যকারিতা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের তোলা প্রশ্নের জবাব দিয়ে অর্থমন্ত্রী পাল্টা চিঠি দিয়েছেন। সেখানে রাজ্যপালকে তিনি জানিয়েছেন, বাণিজ্য সম্মেলন নিষ্ফলা বলে তিনি যে দাবি করেছেন তা ভিত্তিহীন। একই সঙ্গ অর্থমন্ত্রীর দাবি, এই সম্মেলনের জেরে পশ্চিমবঙ্গের জিডিপি বেড়েছে। প্রচুর কর্মসংস্থান তৈরি হয়েছে। অমিত মিত্র জানিয়েছেন ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে ১২,৩২,৬০৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। ২০১৫ – ২০১৮ সালের মধ্যে যে প্রস্তাব এসেছে তার ৫০.২৭ শতাংশ কার্যকর হওয়ার পথে এগোচ্ছে। ২০১৯ সালের সম্মেলনের আসা প্রস্তাবের মধ্যে ৭১,৬৪৬ কোটি টাকার প্রস্তাব কার্যকর হওয়ার পথে। রাজ্য সরকারের আর্থিক নীতি ও বাণিজ্য সম্মেলনের যৌথ অবদানের ফলে ২০১০ – ১১ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে জিডিপি-র পরিমান ৪.৬ লক্ষ কোটি থেকে ২০১৯ – ২০ সালে ১২.৫ লক্ষ কোটি টাকা হয়েছে।
Related Articles
“দিন থেকে রাত রবীন্দ্রনাথ”, রবীন্দ্র স্মরণে অনুষ্ঠান হাওড়ার শরৎ সদনে।
হাওড়া, ৯ মে:- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সোমবার ২৫ বৈশাখ হাওড়ার শরৎ সদনে “দিন থেকে রাত রবীন্দ্রনাথ” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে ওই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের সরকারের সমবায় মন্ত্রী অরূপ রায়। অরূপ রায় বলেন, ২০১২ সাল থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে। মাঝে ২ বছর কোভিডের কারণে এই অনুষ্ঠান হয়নি। এবারের অনুষ্ঠানে […]
বদলি হাওড়ার পুর কমিশনার। পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন জেলাশাসক।
হাওড়া , ৪ নভেম্বর:- বদলি করা হল হাওড়ার পুর কমিশনার ধবল জৈনকে। তাঁর জায়গায় পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন জেলাশাসক মুক্তা আর্য। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করে সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গত ছয় মাস ধরে হাওড়া পুরনিগমের কমিশনার পদের দায়িত্ব সামলেছেন ধবল জৈন। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে […]
হাওড়ায় ব্যাঙ্কে আগুন। রক্ষা পেল ভল্ট।
হাওড়া, ২৯ ডিসেম্বর:- হাওড়ার ডোমজুড়ের বালুহাটিতে মঙ্গলবার সকালে একটি ব্যাঙ্কে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। জানা গেছে, অন্ধ্রা ব্যাংকের শাখায় আগুন লাগে। তালা বন্ধ ব্যাঙ্ক থেকে প্রথমে আগুনের ধোঁওয়া বের হতে দেখা যায়। ডোমজুড় থানার পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসে পুলিশ। দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। আগুনে ব্যাঙ্কের কাগজপত্র এবং […]