এই মুহূর্তে কলকাতা

বাণিজ্য সম্মেলন নিষ্ফলা বলে রাজ্যপাল যে দাবি করেছেন তা ভিত্তিহীন – অমিত মিত্র।

কলকাতা , ৩০ সেপ্টেম্বর:- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে এরাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দেশ বিদেশের শিল্প মহলের প্রশংসা লাভ করেছে বলে অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করেছেন। শিল্প সম্মেলনের কার্যকারিতা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের তোলা প্রশ্নের জবাব দিয়ে অর্থমন্ত্রী পাল্টা চিঠি দিয়েছেন। সেখানে রাজ্যপালকে তিনি জানিয়েছেন, বাণিজ্য সম্মেলন নিষ্ফলা বলে তিনি যে দাবি করেছেন তা ভিত্তিহীন। একই সঙ্গ অর্থমন্ত্রীর দাবি, এই সম্মেলনের জেরে পশ্চিমবঙ্গের জিডিপি বেড়েছে। প্রচুর কর্মসংস্থান তৈরি হয়েছে। অমিত মিত্র জানিয়েছেন ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে ১২,৩২,৬০৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। ২০১৫ – ২০১৮ সালের মধ্যে যে প্রস্তাব এসেছে তার ৫০.২৭ শতাংশ কার্যকর হওয়ার পথে এগোচ্ছে। ২০১৯ সালের সম্মেলনের আসা প্রস্তাবের মধ্যে ৭১,৬৪৬ কোটি টাকার প্রস্তাব কার্যকর হওয়ার পথে। রাজ্য সরকারের আর্থিক নীতি ও বাণিজ্য সম্মেলনের যৌথ অবদানের ফলে ২০১০ – ১১ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে জিডিপি-র পরিমান ৪.৬ লক্ষ কোটি থেকে ২০১৯ – ২০ সালে ১২.৫ লক্ষ কোটি টাকা হয়েছে।