এই মুহূর্তে খেলাধুলা

আজ শুরু ফরাসি ওপেন, প্রথম দিনেই ক্লে-কোর্টে রাফা

স্পোর্টস ডেস্ক, ২৭ সেপ্টেম্বর:- করোনা অতিমারির কারণে পিছিয়ে যাওয়া ২০২০ ফরাসি ওপেন শুরু হচ্ছে আজ, রবিবার। প্রথম দিনেই নাদাল খেলবেন বেলারুশের ইগর জেরাসিমভের বিরুদ্ধে। তবে নাদালের এ বারের ফরাসি ওপেনে সাফল্যের ব্যাপারে যথেষ্ট সংশয় আছে। তার কারণ এ বার ফরসি ওপেনের সব ম্যাচ হবে নতুন এক ধরনের বলে। যা অনেক ভারী এবং গতিও মন্থর। দ্বিতীয় কারণ, এখন প্যারিসে বেশ ঠান্ডা। নাদাল বলেছেন, ‘‘এই রকম আবহাওয়ায় আমরা এখানে খেলতে অভ্যস্ত নই। নতুন বল আগের তুলনায় খেলাকে অনেক মন্থর করে দেবে।

বলের ওজন অনেক বেশি। তার উপরে ঠান্ডা স্যাঁতস্যাঁতে পরিবেশে তো এই বলে খেলা আরও কঠিন হয়ে যাবে।’’ নাদাল যোগ করেছেন, ‘‘এখানে আসার আগে মায়োরকায় আমি নতুন এই বলে অনুশীলন করেছি। খুবই মন্থর হয়ে যাচ্ছে শট। ক্লে-কোর্টের জন্য মোটেই এই বল আদর্শ নয়।’’ নতুন এই বল নিয়েই বিভ্রাট ফরাসি ওপেনে। ফরাসি ওপেনে রবিবারনামছেন জ়োকোভিচও। প্রতিপক্ষ সুইডেনের ২২ বছর বয়সি মিকায়েল ইমের। নাদাল (১৯ গ্র্যান্ড স্ল্যাম) যেমন ফেডেরারের চেয়ে মাত্র একটি গ্র্যান্ড স্ল্যাম পিছিয়ে, তেমনই রজারের রেকর্ড ভাঙার হাতছানি নোভাকের সামনেও।