এই মুহূর্তে কলকাতা

মৃত ব্যাক্তিদের নামে বরাদ্দ রেশন নিয়ে দুর্নীতি বন্ধ করতে রাজ্য সরকার নতুন করে উদ্যোগ নিচ্ছে।

কলকাতা , ২৩ সেপ্টেম্বর:- মৃত ব্যাক্তিদের নামে বরাদ্দ রেশন নিয়ে দুর্নীতি বন্ধ করতে রাজ্য সরকার নতুন করে উদ্যোগ নিচ্ছে। রাজ্যের খাদ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে মৃত ব্যাক্তিদের রেশন কার্ড চিহ্নিত করে তা বাতিল করার কাজ শুরু করছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে জেলাওয়ারি মৃত ব্যক্তিদের নামের তালিকা সংগ্রহ করা হবে। তা হাতে পেলে সরেজমিনে তার যথার্থতা যাচাই করা। এর পর মৃত ব্যক্তিদের কার্ডগুলি খাদ্য দপ্তর অনলাইনে বাতিল করে দেবে। প্রতি মাসে রেশনে মৃত গ্রাহকদের জন্য যে খাদ্যশস্য বরাদ্দ করা হতো, তাও বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন মৃত ব্যক্তিদের এই তালিকা যাতে নিয়মিত পাওয়া যায়,

তার জন্য স্বাস্থ্য দফতরকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। এর আগেও একদফা মৃত ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করতে সচেষ্ট হয়েছিল খাদ্য দফতর। খাদ্য দপ্তর সূত্রে জনা গিয়েছে কোন রেশন গ্রাহকের মৃত্যু হলে তা জানাতে পরিবারকে ৭ নম্বর ফর্ম পূরণ করে জমা করতে হয়। একই সঙ্গে যে রেশন দীকানে ওই কার্ড নথিভুক্ত রয়েছে সেই রেশন দোকানের ডিলারের উচিত বিষয়টি স্থানীয় প্রশাসন তথা খাদ্য দফতরকে জানানো। কিন্তু বহু ক্ষেত্রেই এই নিয়ম পালন করা হচ্ছে না, বা দেরি করা হচ্ছে। ফলে মৃত্যুর পরেও ওই ব্যক্তির জন্য খাদ্য বরাদ্দ হয়েই চলেছে। এবার এই অনিয়ম বন্ধ করতে খাদ্য দপ্তর অন্যান্য দপ্তর ছাড়াও রাজ্যের বিভিন্ন পুরকর্তৃপক্ষের ও পঞ্চায়েতের সাহায্য নিয়ে মৃতদের চিহ্নিত করার উদ্যোগ নিচ্ছে।