এই মুহূর্তে কলকাতা

কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে দুই পরিবেশ বান্ধব প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর।


কলকাতা , ২৩ সেপ্টেম্বর:- পরিবেশ রক্ষায় গুরুত্ব দিয়ে রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দুই পরিবেশ বান্ধব প্রকল্পের শিলান্যাস করেছেন। নবান্নে আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি বানতলা চর্মনগরীর দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প ও দিঘায় একটি ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প এর শিলান্যাস করেন। ইউরোপের একাধিক দেশের সহযোগিতায় এই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে। শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ৬ মাস আগে গত ডিসেম্বরে এই প্রকল্পগুলির মউ সাক্ষরিত হয়েছিল।

করোনা পরিস্থিতির মধ্যেও অনবরত কাজ করে এই প্রকল্পগুলিকে বাস্তবায়নের দিকে এগিয়েছে। এজন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে তিনি ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী বলেন, বানতলা চর্মনগরী বিশ্বের সেরা চর্মশিল্প কেন্দ্র গুলির একটি। এখানে রাজ্য তো বটেই ভিন রাজ্যের চর্ম শিল্পদ্যোগীরা বিনিয়োগ করছেন। সাড়া মিলেছে চেন্নাই ও লখনউ থেকে। তাঁর দাবি, এই প্রকল্পে কমপক্ষে পাঁচ লক্ষ কর্মসংস্থান হবে। জার্মানির একটি সংস্থা দিঘায় একটি ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে। এর ফলে দূষমুক্ত শক্তি পাবেন রাজ্যবাসী। যা অগামীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গ দেশে প্রথম বলে তিনি দাবি করেন।