এই মুহূর্তে কলকাতা

করোনায় সংক্রমিত হয়ে যেসব ভোটার চিকিৎসাধীন তাদের পোস্টাল ব্যালটের আওতায় আনার সিদ্ধান্ত।

কলকাতা , ২১ সেপ্টেম্বর:- করোনায় সংক্রমিত হয়ে যেসব ভোটার কোয়ারান্টাইন বা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্বাচনে তাদের পোস্টাল ব্যালটের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে। বর্তমান পরিস্থিতিতে কিভাবে নির্বাচনের আয়োজন করা যায় তা নিয়ে কমিশনের উদ্যোগে আজ এক আন্তর্জাতিক ওয়েবিনার এ বক্তব্য রাখতে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন আশি বছরের বেশি বয়স্ক, প্রতিবন্ধী এবং অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত ভোটারদের ইতিমধ্যেই পোস্টাল ব্যালটের আওতায় আনা হয়েছে।

আগামী দুই-তিন দিনের মধ্যে বিহারের বিধানসভা নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। আগামী বছরের প্রথম ছয় মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশের কয়েকটি রাজ্যে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে কিভাবে ভোট গ্রহণ করা হবে তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে ও তিনি জানান। একটি ভোটগ্রহণ কেন্দ্রে সর্বাধিক ভোটারের সংখ্যা যেমন দেড় হাজার থেকে কমিয়ে এক হাজার করা হয়েছে অন্যদিকে দেশে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৬৫ হাজার থেকে বাড়িয়ে এক লাখ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আন্তর্জাতিক এই ওয়েবিনারে ব্রাজিল, বাংলাদেশ, কলম্বিয়া, অস্ট্রেলিয়ার মতো বিশ্বের ৪৫ টি দেশের ১২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন।