এই মুহূর্তে খেলাধুলা

সুপার সানডে-তে দিল্লি-পঞ্জাব সুপার ফাইটের অপেক্ষা।

স্পোর্টস ডেস্ক , ২০ সেপ্টেম্বর:- আবুধাবিতে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে ১৩ তম আইপিএলের পথ চলা শুরু। শনিবার মুম্বই-চেন্নাই সুপার ক্লাসিকো ম্যাচের পর, রবিবার লিগের দ্বিতীয় ম্যাচে দিল্লি বনাম পঞ্জাব ডুয়েল। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার বল গড়াতে চলেছে। যেখানে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস দল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামবে। ভারতীয় সময় ম্যাচটি ৭.৩০ মিনিটে দেখা যাবে। এই প্রথম আইপিএল অধিনায়কত্ব করতে চলেছেন লোকেশ রাহুল। উইকেট কিপিংয়ের পাশাপাশি এবার প্রীতির দলের ব্যাটন লোকেশ রাহুলের হাতে। অন্যদিকে আইপিএলে তৃতীয় বছরের জন্য দিল্লি দলের অধিনাকত্ব করবেন শ্রেয়স আইয়ার। রবিচন্দ্রন অশ্বিন শেষবার কিংস ইলেভেন পাঞ্জাবে ছিলেন। পাঞ্জাব ছেড়ে এবছর তিনি দিল্লি ক্যাপিটালসে এসেছেন। রবিবার প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে অশ্বিন কেমন খেলেন, সেটাই এবার দেখার।

দিল্লি ক্যাপিটালস দলে নজরে অজিঙ্ক রাহানে। এবছর রাজস্থান রয়্যালস ছেড়ে তিনি দিল্লিতে এসেছেন। চোটের পর আইপিএল দিয়ে মাঠে ফিরতে চলেছেন শিখর ধাওয়ান। করোনা ধাক্কার কারণে মাঠে ফিরতে ধাওয়ানকে দীর্ঘ অপেক্ষা করতে হল। এছাড়া বিদেশিদের মধ্যে মার্কাস স্টোয়েনিস, সিমরন হিটমায়ের নজরে থাকবেন। অন্যদিকে দেশীয় ক্রিকেটার ঋষভ পন্থের উপরও নজর থাকবে। কিংস ইলেভেন পাঞ্জাব দলে অবশ্য ক্রিস গেইলের দিকে নজর থাকবে। করোনার পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গেইলকে খেলতে দেখা যায়নি। আইপিএল দিয়ে তিনি কোভিড পরবর্তী সময়ে মাঠে ফিরতে চলেছেন। সেই সঙ্গে ফর্মে থাকা ম্যাক্সওয়েল কেমন খেলে সেটাই দেখার। ভারতীয়দের মধ্যে মহম্মদ শামি, অধিনায়ক কেএল রাহুলের আকর্ষণের কেন্দ্রে রয়েছেন। প্রথম একাদশে সুযোগ পেলে অবশ্যই নজর থাকবে বাংলার স্পিড স্টার ইশান পোড়েলের দিকেও।