এই মুহূর্তে খেলাধুলা

বিস্ফোরক স্টোয়েনিস , একাই ম্যাচের রঙ বদলে দিয়ে বড় স্কোরে দিল্লি ।

স্পোর্টস ডেস্ক , ২০ সেপ্টেম্বর:- একদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএল কেরিয়ারের সেরা বোলিং মহম্মদ শামির। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে ২১ বলে ৫৩ রান মার্কাস স্টোয়েনিসের। সবমিলে জমজমাট রবিবাসরীয় আইপিএল। আইপিএলে এদিন কেরিয়ার সেরা বোলিং করলেন মহম্মদ শামি। এর আগে ২১ রানে ৩ উইকেট শামির সেরা বোলিং ছিল। ২০১৯ সালে এই বোলিং ফিগার তৈরির পর আজ নিজের রেকর্ড ভেঙে ৪ ওভার হাত ঘুরিয়ে শামি এদিন ১৫ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। দিল্লির ওপেনার পৃথ্বী শ,মিডল অর্ডারের সিমরন হেটমায়ার ও শ্রেয়স আইয়ারকে তুলে নেন শামি। দিল্লির টপ ও মিডল অর্ডারে ভাঙন ধরিয়ে বল হাতে পাঞ্জাবকে দলের জন্য ভিত গড়ে দেন। ৩টি উইকেট নেওয়ার পাশাপাশি অশ্বিনের ক্যাচ নিয়েছেন শামি।

এদিন টসে জিতে বোলিং সহায়ক উইকেটে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। শুরু থেকে উইকেট হারিয়ে ধরাশায়ী দিল্লি ক্যাপিটালস। পৃথ্বীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে ওপেনার শিখর ধাওয়ান রান আউট হয়ে ফেরেন। পৃথ্বী শ ও বড় রান পেলেন না। ৫ রানে উইকেট ছুঁড়ে দিয়ে আউট হয়েছেন ভারতীয় ক্রিকেটার। হেটমায়ারও আশাহত করেন। বাঁ-হাতি মারকুটে ব্যাটসম্যানের সংগ্রহ মাত্র ৭। অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩৯ ও ঋষভ পন্থ ৩১ রান হাঁকিয়ে স্কোরবোর্ড সচল রাখেন। শেষদিকে অবশ্য বিধ্বংসী ইনিংস খেলে দলকে ১৫৭ রানে পৌঁছে দিলেন স্টোয়েনিস। ৭টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ২১ বলে ৫৩ রান করেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।