স্পোর্টস ডেস্ক , ১৯ সেপ্টেম্বর:- সাধারণত মাঠে দুই দলের ক্রিকেটারদের মধ্যে গরমাগরমি সামাল দিতে এগিয়ে আসতে দেখা যায় আম্পায়ারকে। এহেন ব্যক্তি নিজেই বোলারকে স্লেজিং করতে শুরু করলে বিষয়টি অদ্ভুত মনে হতে বাধ্য। সেই অদ্ভুত ঘটনাই ঘটেছে কেকেআর শিবিরে। বোলার তথা দলের সহকারী কোচ অভিষেক নায়ারকে গুছিয়ে স্লেজিং করলেন আম্পায়ার তথা ক্রিকেটার কমলেশ নাগারকোটি। কেকেআরের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দলের সহকারী কোচ অভিষেক নায়ারকে নেটে ব্যাটসম্যানকে বল ছুঁড়তে দেখা যাচ্ছে।
আম্পায়ার হিসেবে পিছনে দাঁড়িয়ে রয়েছেন কেকেআরের তরুণ ফাস্ট বোলার কমলেশ নাগারকোটি। নায়ারের ছোঁড়া একটি বল ব্যাটসম্যানের মাথার ওপর দিয়ে বেরিয়ে গেলে, হেসে গড়িয়ে পড়তে দেখা যায় আম্পায়ারকে। পাল্টা হিসেবে নাগারকোটিকে চ্যালেঞ্জ করেন বোলার। জানান যে এবার তিনি লেগ কাটার ফেলবেন। যদিও পরের বল শট পিচ ফেলেন নায়ার। ঘুরিয়ে ছক্কা হাঁকান ব্যাটসম্যান। তারপরেই সহকারী কোচকে স্লেজিং করেছেন আম্পায়ার নাগারকোটি। উল্লেখ্য ২৩ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু হচ্ছে দীনেশ কার্তিকদের।