এই মুহূর্তে জেলা

শনিবার রাতে হাট খোলার বিরোধিতা করে পথে মঙ্গলাহাটের ব্যবসায়ীরা।

হাওড়া , ১৯ সেপ্টেম্বর:- আজ শনিবার রাতেই হাওড়ার মঙ্গলাহাট চালু হওয়ার কথা। কিন্তু তার কয়েক ঘন্টা আগে এই প্রশাসনিক সিদ্ধান্তের বিরোধিতা করে পথে নামলেন হাওড়ার হাট ব্যবসায়ীরা। বিকেলে মিছিল করলেন তারা। ব্যবসায়ীদের দাবি শনিবার রাত ৯টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত রাতে হাট খোলার যে সিদ্ধান্ত একতরফাভাবে প্রশাসন নিয়েছে তারা তা মানবেন না। এদিন তারা তাদের দাবিদাওয়া পোস্টারে লিখে গলায় ঝুলিয়ে মিছিল করেন। শতাব্দী প্রাচীন মঙ্গলাহাট বন্ধ কেন সেই প্রশ্ন তোলেন তারা।

ব্যবসায়ীদের তরফে সুনীল দত্ত বলেন, যেখানে আমরা কোভিড বিধি মেনে সরকারি নির্দেশ মেনে ব্যবসা করতে রাজি সেখানে শুধু আমাদের বেলাতেই কেন রাতে ব্যবসা করার অনুমতি দেওয়া হল ? কিভাবে মাঝরাতে কানা রাতে দোকানদারি করব। মেটিয়াব্রুজ, অঙ্কুরহাটিতে হাট খোলা হয়েছে আগের মতো। মল্লিকবাজার, জগন্নাথ ঘাটে ফুল বাজার খোলা হয়েছে আগের মতোই। হাওড়ায় ফিস মার্কেট চালু হয়েছে পূর্বেকার মতোই। সেখানে শুধু আমাদের ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম কেন হবে ? কেন রাতে হাট খুলতে হবে ? এই সিদ্ধান্তের আমরা বিরোধিতা করছি।