এই মুহূর্তে কলকাতা

কোভিড পরিস্থিতি নিয়ে দেশের ১২ টি রাজ্যের সঙ্গে ভিডিও কনফারেন্স।


কলকাতা , ১৮ সেপ্টেম্বর:- ক্যাবিনেট সচিব রাজীব গৌবা শনিবার কোভিড পরিস্থিতি নিয়ে দেশের ১২ টি রাজ্যের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। কনফারেন্সে পশ্চিমবঙ্গ, কেরল, মহারাষ্ট্র, দিল্লি, অন্ধ্রপ্রদেশ ছাড়াও ছিল আরও ৭টি রাজ্য। এ রাজ্যের তরফে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ছাড়া প্রশাসনিক শীর্ষ কর্তারাও  ছিলেন। ক্যবিনেট সচিব মূলত সব রাজ্যের কোভিড হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ এবং তার যোগান নিয়ে আলোচনা করেন। পাশাপাশি যে সব রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যুর হার বেশি সেই সব রাজ্যে এই হার কী করে কমানো যায় তা নিয়েও আলোচনা করেন। তবে এ রাজ্যের কোভিড চিকিৎসা ব্যবস্থা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন বলে নবান্ন সুত্রে খবর। যেভাবে বিনামূল্যে সরকারি কোভিড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তার প্রশংসা করেন।

রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে, এ রাজ্যে ১২ হাজারের বেশি কোভিড শয্যা রয়েছে বিভিন্ন হাসপাতালে। প্রত্যেকটা শয্যার সঙ্গে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা রয়েছে। অনেক শয্যা খালি রয়েছে। অক্সিজেন সরবরাহ ও যোগান নিয়ে এ রাজ্যে কোনও সমস্যা নেই। ক্যাবিনেট সচিব জানিয়েছেন পশ্চিমবঙ্গ ছাড়াও বেশ কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যুর হার জাতীয় স্তরের থেকে বেশি। সেই সব রাজ্য এই হার কমাতে হবে। ‌তাই ক্যাবিনেট সচিবরে নির্দেশ জেলার স্তরে হাসপাতালগুলিতে এবং যে সব হাসপাতালে মৃত্যুর হার বেশি সেই সব হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখতে হবে। পাশাপাশি কী কারণে মৃত্যু ঠেকানো যাচ্ছে না তা খুঁজে বের করে দ্রুত সমাধান করতে হবে। তবে এ রাজ্যে সুস্থতার হার প্রতিদিন বাড়ছে সেই ব্যাপারে সন্তোষ প্রকাশ করে ক্যাবিনেট সচিব জানিয়েছেন এই সংখ্যা আরও বাড়াতে হবে। তার জন্য কোথাও কোনও ত্রুটি থাকলে তার দ্রুত সমাধান করতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যের সব কোভিড হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামোর গুণগত মান সেরা করতে যা যা প্রয়োজন সব করা হচ্ছে।

‌‌‌