এই মুহূর্তে জেলা

পুড়ল পতাকা।

হাওড়া , ১৯ সেপ্টেম্বর:- দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে মোদী ও মমতার কুশপুতুল দাহ করার সময় হঠাৎই সেই আগুনে কংগ্রেসের নিজেদের দলের পতাকাই পুড়ে গেল। যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শনিবার সকালে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে হাওড়া ময়দানে যুব কংগ্রেস ও আইএনটিইউসির বিক্ষোভ কর্মসূচিতে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হচ্ছিল। সেই সময় এক সমর্থকের হাতে থাকা নিজেদের দলের ঝান্ডাতেই কোনওভাবে আগুন ধরে যায়। যদিও বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গেই তা নিভিয়ে ফেলা হয়।

এনিয়ে দলীয় নেতৃত্বের দাবি, এটি ইচ্ছাকৃত ঘটনা নয়। ভুলবশত হয়েছে। এদিনের কর্মসূচি সম্পর্কে দলের তরফে ওমপ্রকাশ জয়সোয়াল বলেন, “চারদিকে কলকারখানা বন্ধ। বেকারত্ব বাড়ছে। জিনিসপত্রের দাম অগ্নিমূল্য। এই সকল বিভিন্ন ইস্যু নিয়ে আমরা মধ্য হাওড়া আইএনটিইউসি ও মধ্য হাওড়া যুব কংগ্রেস এই কর্মসূচি নিয়েছিলাম। আমরা ফজিরবাজার মোড়ে বক্তব্য রাখার পর হাওড়া ময়দানে এসে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করেছি। আমাদের পতাকা কেউ পোড়ায়নি। আমরা কেন নিজেদের পতাকা জ্বালাব ? যেটা হয়েছে সেটা ভুলবশত হয়েছে।”