এই মুহূর্তে খেলাধুলা

এখনই চেন্নাই শিবির ছাড়ছে না করোনা ! চিন্তায় মাহি ।

স্পোর্টস ডেস্ক , ১৬ সেপ্টেম্বর:- বিপদ যেন কাটতেই চাইছে না চেন্নাই থেকে। প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে কোয়ারান্টাইনে কাটানোর পরেও চেন্নাই সুপার কিংসের মিডল অর্ডার ব্যাটসম্যান ঋতুরাজ গায়েকোয়াড়ের শরীর থেকে বিদায় নেয়নি করোনা ভাইরাস। ক্রিকেটারের কোভিড-১৯ টেস্ট আবারও পজেটিভ এসেছে বলে জানানো হয়েছে। ফলে সম্ভবত আরও ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে তরুণ গায়েকোয়াড়কে। এর অর্থ আইপিএল ২০২০-তে খেলার স্বপ্ন কার্যত শেষ হতে চলেছে বাঁ-হাতি ব্যাটসম্যানের।

সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। গত অগাস্টের শেষ সপ্তাহে ঋতুরাজ গায়কোয়াড়ের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। তাঁর সঙ্গে চেন্নাই সুপার কিংস তথা টিম ইন্ডিয়ার অন্যতম ফাস্ট বোলার দীপক চাহারেরও কোভিড-১৯ টেস্ট পজেটিভ এসেছিল। দুই ক্রিকেটারকেই বাধ্যতামূলকভাবে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হয়। ১৪  দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন চেন্নাই সুপার কিংস তথা টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার দীপক চাহার। সম্প্রতি আইপিএল ২০২০-এর জন্য দুবাইতে সিএসকে-র অনুশীলনে যোগ দিয়েছেন বলেও জানানো হয়েছে। তবে এখনও সুস্থ নন ঋতুরাজ। ফলে সিএসকে শিবিরে শঙ্কা থেকেই গেল।