এই মুহূর্তে জেলা

শিল্পের দাবিতে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে সিঙ্গুরে।

হুগলি , ১৬ সেপ্টেম্বর:- শিল্পের দাবিতে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে সিঙ্গুরে। কেন্দ্রের কৃষক বিরোধী নীতি ও বাংলাকে আর্থিকভাবে বঞ্জনা করার প্রতিবাদে পশ্চিমবঙ্গ কৃষক ও ক্ষেতমজদুর সংগঠনের ডাকে পশ্চিমবঙ্গের সমস্ত মৌজার কৃষি জমির আলে দাড়িয়ে মেঠো প্রতিবাদে সামিল কৃষক ও ক্ষেতমজুদররা। সংগঠনের রাজ্য সভাপতি তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্না সিঙ্গুরের বারুইপাড়া -পলতাগড় পঞ্চায়েতের ঘনশ‍্যামপুরে কৃষি জমির আলে দাড়িয়ে এই প্রতিবাদে সামিল হন। অন‍্যদিকে সিঙ্গুরে প্রকল্প এলাকার জমিকে চাষযোগ‍্য করার দাবিতে প্রকল্প এলাকার সামনে মিছিল ও বিক্ষোভ দেখায় সিঙ্গুরের বিজেপি নেতা কর্মীরা।

গতকালই সিঙ্গুরের প্রকল্প এলাকায় শিল্পের দাবিতে মিছিল করে জেলা বামফ্রন্টের ছাত্র, যুব সংগঠন। বিজেপি হুগলী সাংগঠনিক জেলা সহ সভাপতি সঞ্জয় পান্ড বলেন, সুপ্রীম কোর্টের নির্দেশে প্রকল্প এলাকায় টাটার তৈরী ন‍্যানো গাড়ির কারখানা ভেঙে দিয়েছিলেন মুখ‍্যমন্ত্রী। অথচ সেই জমি এখনো চাষযোগ‍্য করা হয় নি। দাবি, অবিলম্বে কৃষকদের জমি কে চাষযোগ‍্য করে তুলে দিতে হবে ও বাকি সরকারী খাস জমিতে শিল্প ও করতে হবে। অন‍্যদিকে রাজ‍্য কৃষান ও ক্ষেতমজদুর সংগঠনের সভাপতি বলেন, সিঙ্গুরে প্রকল্প এলাকায় আশি শতাংশ জমিকে চাষযোগ‍্য করে দেওয়া হয়েছে। বাকি জমির চাষ উপযোগী করে তোলার কাজ চলছে।