এই মুহূর্তে খেলাধুলা

বিড পেপার জমা করলো লাল হলুদ।


স্পোর্টস ডেস্ক , ১৫ সেপ্টেম্বর:- আজই অনলাইনে “শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন ” নামে এফএসডিএলের কাছে বিড পেপার জমা দেওয়ার কাজ সম্পন্ন হল। শুধু তাই নয়, আজই ইস্টবেঙ্গল ক্লাব কুরিয়ারের মাধ্যমে বিড পেপারের হার্ড কপিটি এফএসডিএলের কাছে পাঠিয়ে দিয়েছে। যদিও সেটা এক-দুদিনের মধ্যেই এফএসডিএলের কাছে পৌঁছে যাবে। আর তারপরেই এফএসডিএল সরকারি ভাবে ২০-২২ তারিখের মধ্যেই আইএসএলে ১১ নম্বর দল হিসেবে ইস্টবেঙ্গল এর নাম ঘোষণা করবে।