নবান্ন , ১৪ সেপ্টেম্বর:- রাজ্য সরকার দরিদ্র পূজারী ব্রাহ্মণদের প্রতিমাসে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন প্রাথমিকভাবে রাজ্যের প্রায় আট হাজার দরিদ্র ব্রাহ্মণকে আগামী মাস থেকে মাথাপিছু এক হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। এছাড়াও বাংলা আবাস যোজনায় তাদের জন্য একটি করে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। উল্লেখ্য সনাতনী ব্রাহ্মণদের তীর্থস্থান গড়ে তুলতে রাজ্য সরকার এর আগে তাদের পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে জমি দিয়েছিল।
শুধু ভাতাই নয়, আর্থিকভাবে পিছিয়ে থাকা পুরোহিতদের বাংলা আবাস যোজনায় ঘর করে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। এ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওয়াকফ বোর্ডের তরফে মোয়াজ্জেমদের ভাতা দেওয়া হয়। হিন্দু ধর্মের পুরোহিতদেরও পাশে দাঁড়াচ্ছে রাজ্য। তাঁদের সঙ্গে চারবার বৈঠক করেছি আমরা। তাঁদের দুরবস্থার কথা আমাকে জানিয়েছেন।” তবে এর পিছনে গূঢ় রাজনৈতিক কারণ দেখছে ওয়াকিবহাল মহল। কিন্তু এ নিয়ে মুখ্যমন্ত্রীর সাফ কথা, “এর পিছনে কেউ অন্য কারণ দেখবেন না। খ্রিষ্ট ধর্মের যাজক, পাদরিরা চাইলে তাঁদের পাশেও দাঁড়াবে রাজ্য সরকার।”