এই মুহূর্তে খেলাধুলা

ফুটবলারদের মধ্যে হাতাহাতি , নেইমার-সহ ৫ জনকে লাল কার্ড।

স্পোর্টস ডেস্ক, ১৪ সেপ্টেম্বর:- করোনা পরবর্তী সময়ে ৫ হাজার দর্শকের উপস্থিতিতে ঘরের মাঠে এদিন প্রথম লিগ ম্যাচ খেলতে নেমেছিল পিএসজি। শুরু থেকেই চিরপ্রতিদ্বন্দ্বী দু’দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা পরিলক্ষিত হচ্ছিল ব্যাপকভাবে। গোটা ম্যাচে ১৭টি কার্ড বেরোল রেফারির হাত থেকে। যার মধ্যে সংযুক্তি সময়ে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে লাল কার্ড দেখলেন দু’দলের ৫ জন ফুটবলার। যার মধ্যে রয়েছেন পিএসজি তারকা নেইমার দি স্যান্তোস জুনিয়র। লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় ম্যাচ অফিসিয়ালকে নেইমার জানান তাঁকে বর্ণবৈষম্যমূল উক্তি করেছেন মার্সেইয়ের আলভারো গঞ্জালেস। পরে টুইটারেও এবিষয়ে সরব হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। আগেই আলভারো এবং নেইমারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর সংযুক্তি সময়ের সপ্তম মিনিটে পিএসজি’র লিওনার্দো পারেদেসকে মার্সেইয়ের দারিয়ো বেনেদেত্তো ফাউল করে বসলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’দলের ফুটবলারেরা।

বেনদেত্তোকে পালটা আঘাত করে বসেন পারেদেস। ঘটনার রেশ ধরে বচসায় জড়িয়ে পড়েন পিএসজি ডিফেন্ডার লেইভিন কুরজাওয়া এবং মার্সেইয়ের জর্ডান আমাভি। ঘটনার পরিপ্রেক্ষিতে কুরজাওয়া এবং আমাভিকে সরাসরি লাল-কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেওয়া হয়। এরপর দ্বিতীয়বার হলুদ কার্ড দেখিয়ে পারেদেস এবং বেনেদেত্তোকেও সাজঘরে পাঠিয়ে দেন রেফারি। বচসার মধ্যে মার্সেইয়ের আলভারোকে পিছন থেকে এসে মাথায় আঘাত করেন নেইমার। ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে নেইমারকেও লাল কার্ড দেখিয়ে বাইরে বের করে দেওয়া হয়। যদিও ঘটনায় অসন্তুষ্ট নেইমার টুইটারে তাঁর প্রতি বর্ণবাদ মন্তব্য নিয়ে সরব হয়েছেন। ম্যাচের পর ক্ষুব্ধ ব্রাজিলিয়ান তারকা লিখেছেন, ‘আমার একটাই আফসোস আমি কেন ওই গাধাটার (আলভারো) মুখে মারলাম না।’ জানা গিয়েছে ম্যাচ চলাকালীন নেইমারকে ‘মাঙ্কি’ বলে সম্বোধন করেছেন মার্সেই ফুটবলারটি।