এই মুহূর্তে কলকাতা

তিন বেসরকারি হাসপাতালকে দোষী সাব্যস্ত করে জরিমানা দেওয়ার নির্দেশ।

কলকাতা , ১০ সেপ্টেম্বর:- রোগী প্রত্যাখ্যান ও চিকিৎসায় গাফিলতির অভিযোগে রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমশন শহরের তিন বেসরকারি হাসপাতালকে দোষী সাব্যস্ত করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। তিন মাসের মধ্যে আনন্দপুরের ফর্টিস হাসপাতালকে ১ লক্ষ, তপসিয়ার ফ্লেমিং হাসপাতালে ৫০ হাজার এবং বালিগঞ্জের অল এশিয়া মেডিক্যাল ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা করে স্বাস্থ্য কমিশন। রিষড়ার বাসিন্দা ৭৮ বছরের অলোকনাথ ব্যানার্জির করোনা ধরা পড়ে। তিনি আগে থেকেই সিওপিডিতে (‌ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ)‌ ভুগছিলেন। ৩ জুলাই তাঁর তীব্র শ্বাসকষ্ট হওয়ায় প্রয়োজন ছিল আইসিইউ–তে ভর্তি করার। পরিবারের অভিযোগ, ৩ হাসপাতাল ঘুরলেও, কোথাও আইসিইউ শয্যা মেলেনি। অবশেষে ইকবালপুরের একটি নার্সিংহোমে ভর্তি করলে, সেখানেই ৭ জুলাই রোগীর মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, তিনটি হাসপাতালেরই বক্তব্য শোনা হয়েছে। মৃতের পরিবারের বক্তব্যও শোনা হয়েছে। হাসপাতালের উত্তরে কমিশন সন্তুষ্ট নয়। তাই জরিমানার নির্দেশ দিয়েছে হয়েছে।