এই মুহূর্তে কলকাতা

গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৪৬ হাজার ৫০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

কলকাতা , ৬ সেপ্টেম্বর:- জাতীয় হারকে ছাপিয়ে রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার ৮৫ দশমিক ১৯ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩ হাজার ২০৭ জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত এক লক্ষ ৫৪ হাজার ৮ জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হলেন। অন্যদিকে এই সময় নতুন করে ৩ হাজার ৮৭ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় মোট করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লক্ষ ৮০ হাজার ৭৮৮ জন বলে আজ স্বাস্থ্য দপ্তরে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এই সময়ে আরও ৫২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনার বিভিন্ন হাসপাতালে ১০ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ৮ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে , রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল তিন হাজার ৫৬২ জন। যার মধ্যে এক হাজার ৩৭৬ জন কলকাতা ও ৮০৭ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ২৩ হাজার ২১৮ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৪৬ হাজার ৫০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ২১ লাখ ৫৮ হাজার ৬৯০ জনের নমুনা পরীক্ষা করা হলো।