এই মুহূর্তে কলকাতা

ভার্চুয়াল পদ্ধতিতে ৬১ জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষারত্ন সম্মানে সংবর্ধিত করেন শিক্ষামন্ত্রী।

কলকাতা , ৫ সেপ্টেম্বর:- শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য সরকার আজ করণা পরিস্থিতি এবং আমপান ঝড় পরবর্তী অবস্থায় শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য নির্বাচিত ৬১ জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষারত্ন সম্মানে সংবর্ধিত করেছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিকাশ ভবনে আয়োজিত রাজ্য স্তরের মূল অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধিত করেন। সংশ্লিষ্ট জেলা সদরে জেলাশাসকরা শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন। এদিকে রাজ্য এবং কেন্দ্রের শিক্ষানীতির বিরুদ্ধে বেশ কয়েকটি শিক্ষক সংগঠন আজ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।