এই মুহূর্তে কলকাতা

ভিড় এড়াতে মূলত ই প্রযুক্তিকে কাজে লাগাবে মেট্রো-রেল কর্তৃপক্ষ।

কলকাতা , ৪ সেপ্টেম্বর:- আনলক চার পর্বে সামাজিক দূরত্ব সহ সব স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু করতে যাত্রীদের স্টেশনে প্রবেশের ক্ষেত্রে ই পাস ব্যবহার করার জন্য রাজ্য সরকার মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দিয়েছে। রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আজ মেট্রো রেল ভবনে রেলের আধিকারিকদের এক বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয় বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। ভিড় এড়াতে মূলত ই প্রযুক্তিকে কাজে লাগানো হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আগামী ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার দিন পরীক্ষার্থীদের কথা ভেবে ট্রেন পরিষেবা দেওয়ার জন্য রাজ্যের তরফে রেলের কাছে আরও একবার আর্জি জানানো হয়। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা এখনই চালু হচ্ছে না বলে জানা গিয়েছে।