এই মুহূর্তে জেলা

কাল থেকে খুলে যাবে তারকেশ্বর মন্দির।

হুগলি , ৩ সেপ্টেম্বর:- কাল থেকে খুলে যাবে তারকেশ্বর মন্দির। তবে কোনও পূর্ণার্থী মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে শিবলিঙ্গ দর্শন করতে পারবে পূর্নার্থীরা। গত 25 জুন একদিনের জন্য খোলার পর পুনরায় মন্দির সংলগ্ন এলাকায় করোনার প্রকোপে বন্ধ হয়েছিল মন্দির। পুনরায় দু মাস বন্ধ থাকার পর তারকেশ্বর মন্দিরের মোহন্ত মহারাজ এর নির্দেশে খুলে গেল মন্দির। আগে শর্তসাপেক্ষে দুই দফায় সাড়ে পাঁচ ঘন্টা মন্দির খোলা হয়েছিল ভক্তদের শিবলিঙ্গ দর্শনের জন্য।