হুগলি , ৩ সেপ্টেম্বর:- করোনা আবহে হুগলি জেলার কোন্নগরের মানুষের আরেক নরক যন্ত্রনা নৈটি রোড। কোন্নগরের জিটি রোড ও ডানকুনির এন এইচ ২ এর মধ্যে প্রধান যোগাযোগকারী রাস্তা এই নৈটি রোড। কিন্তু এই প্রধান সড়কের অবস্থা খুবই শোচনীয়। ভোট আসে ভোট যায় মানুষ পায় শুধুই প্রতিশ্রুতি কিন্তু নৈটি রোড থাকে একই অবস্থায় ।এই রাস্তা ব্যবহার করে কোন্নগর শহর সহ কানাইপুর ও নবগ্রাম এর সমস্ত মানুষ। এই রাস্তার উপরেই রয়েছে স্কুল, ব্যাংক থেকে হাসপাতাল। দীর্ঘদিন ধরে সম্পূর্ণ সংস্কারের অভাবে এই মুহূর্তে শোচনীয় এই রাস্তার হাল। এলাকার বাসিন্দাদের অভিযোগ মাঝে একবার সংস্কার হলেও তা সম্পূর্ণ ভাবে না হওয়ায় আবার ভগ্নদশায় এই নৈটি রোড। সম্প্রতি রাস্তায় পানীয় জলের পাইপ বসানোর কাজ হয়েছে তাতে রাস্তার অবস্থা এখন আরো শোচনীয় হয়ে পড়েছে।
কবে মানুষ এই নরক যন্ত্রনা থেকে মুক্তি পাবে তার উত্তর খুঁজছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের আরো অভিযোগ এই রাস্তার কারণে কাজে কর্মে যাওয়া থেকে কেউ অসুস্থ হয়ে পড়লেও তাকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার জন্য সমস্যায় পড়তে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা ছোটখাটো পুকুরে পরিণত হচ্ছে। এলাকার বাসিন্দা তথা ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট সচিব মানস রায় জানায় যে প্রায় দীর্ঘ সাত বছর ধরে এই রাস্তা সম্পূর্ণ সংস্কার হচ্ছে না যার জন্য মানুষকে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। এখন কোন্নগরের মানুষ এই নরক যন্ত্রনা থেকে মুক্তি পেতে ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে বৃষ্টি না হয় আর সরকারের কাছে প্রার্থনা করছে যাতে দ্রুত রাস্তা সংস্কার হয়।এককথায় বলাই যায় এই করোনা আবহে নরক যন্ত্রনা ভোগ করতে হচ্ছে কোন্নগরের মানুষকে।