কলকাতা , ৩ সেপ্টেম্বর:- জাতীয় হারকে ছাপিয়ে রাজ্যে করোনা সংক্রমণ থেকে মুক্তর হার ৮৪ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে তিন হাজার ৩৩৫ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এই সময় রাজ্যে নতুন করে ২ হাজার ৯৮৪ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ফলে সংক্রমিতর সংখ্যা বেড়ে এক লাখ ৭১ হাজার ৬৮১ জন হয়েছে বলে আজ স্বাস্থ্য দপ্তরে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এদিকে সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত থেকে ১ লাখ ৪৪ হাজার ২৪৮ জন সুস্থ হয়ে উঠলেন। আরোগ্যর হার হয়েছে ৮৪ দশমিক ২ শতাংশ। এই সময়ে আরও ৫৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
এর মধ্যে উত্তর ২৪ পরগনার বিভিন্ন হাসপাতালে ১২ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১৫ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে , রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল তিন হাজার ৩৯৪ জন। যার মধ্যে এক হাজার ৩৩৩ জন কলকাতা ও ৭৬৯ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ২৪ হাজার ৩৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৪৫ হাজার ২৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ২০ লাখ ২০ হাজার ৭৮৪ জনের নমুনা পরীক্ষা করা হলো।









