এই মুহূর্তে কলকাতা

খুঁটি পুজোর মাধ্যমে মায়ের আবাহন মহম্মদ আলি পার্কে ।


কলকাতা , ২ সেপ্টেম্বর:- দুর্গাপুজো আসতে আরও কিছুদিন বাকি। এই দুর্গোৎসবকে ঘিরে বাঙালির মনে উৎসাহের শেষ থাকেনা। কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে তা কতটা সম্ভব হবে তা কারোর জানা নেই। এরই মধ্যে পুজোর প্রস্তুতি শুরু করল খুঁটি পুজোর মাধ্যমে মহম্মদ আলি পার্ক দুর্গাপুজো সমিতি। প্রতিবছরই বিভিন্ন ক্লাব সংগঠন পুজোর প্রস্তুতি শুরু করে খুঁটি পূজার মাধ্যমে। তবে এবছর চিত্রটা একটু অন্যরকম। এবছর ৫২ বছরে পদার্পন করল মহম্মদ আলিপার্ক দুর্গা পুজো সমিতি। এই বছরে তাদের থিম সাবেকিয়ানা। মহম্মদ আলিপার্ক দুর্গাপুজোর সাধারণ সম্পাদক সুরেন্দ্র কে আর শর্মা জানান “কয়েক বছর ধরে বিশাল সাফল্যের পরে যেখানে আমরা বিভিন্ন বিভাগ থেকে একাধিক পুরষ্কার পেয়েছি,

গত কয়েক বছরে আমাদের পুজো প্রতিদিন হাজার হাজার দর্শককে আকর্ষণ করেছে কিন্তু এই বছর পুরো পুজোর চিত্রতে নজর রেখে শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। তিনি বলেন আমাদের এমন একটি ধারণা গঠন করতে হবে যা প্যান্ডেলের ভিড় এড়াতে পারে। আমরা আত্মবিশ্বাসী যে এই বছরও মানুষ আমাদের প্রচেষ্টাকে প্রশংসা করবে “, তিনি পরিবার ও বন্ধুদের সাথে সবাইকে পুজোয় আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের পুজো হয়ে থাকে মহম্মদ আলি পার্কের মাঠে কিন্তু সেই মাঠে জলের ট্যাঙ্কের কাজ সম্পন্ন না হওয়ার কারণে, পুজোর স্থান পরিবর্তন করে সেন্টাল এভিনিউ ফায়ার স্টেশনের জায়গায় করা হচ্ছে গত বছর থেকে।