নবান্ন , ২ সেপ্টেম্বর:- এবার আইএসএল এ সামিল হতে পারে ইস্টবেঙ্গল ক্লাব। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নবান্নে আনুষ্ঠানিক ভাবে দলের নতুন স্পনসর প্রাপ্তির কথা ঘোষণা করেন ক্লাব কর্তারা। একটি নাম করা সিমেন্ট প্রস্তুতকারক সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধছে লাল হলুদ শিবির। ফলে চির প্রতিদ্বন্দ্বী মোহন বাগানের সঙ্গে তাদের লিগের ম্যাচে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হল তবে চলতি বছরেই আইএসএল খেলা হবে কি না লাল–হলুদের, সেটা এবার নির্ভর করছে এফএসডিএল কর্তৃপক্ষের উপর। তবে মুখ্যমন্ত্রী আশাবাদী, এই মরশুমেই আইএসএল খেলবে ইস্টবেঙ্গল।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইনভেস্টরের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি হয়েছে। তিনি বলেছেন, ‘ফুটবলে স্পনসর একটা দিগন্ত খুলে দেবে। ফুটবল ছাড়া সম্পূর্ণ নয় বাংলা। অতিমারিতেও অনেকে এগিয়ে আসছেন। প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে খেলা হোক। বাংলা দেশকে পথ দেখায়।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান, আমরা সব ক্লাবকেই ভালবাসি।’ প্রসঙ্গত, মোহনবাগান আগেই আতলেতিকো দে কলকাতার সঙ্গে যুক্ত হয়ে আইএসএলে খেলার ছাড়পত্র পেয়েছে। এবার আইএসএলেও ডার্বি দেখার অপেক্ষা শুরু হয়ে গিয়েছে সমর্থকদের।