এই মুহূর্তে জেলা

জলে যন্ত্রনা , চুঁচুড়ার পীড়তলায়।

সুদীপ দাস , ২৭ আগস্ট:- বর্ষাকালে বৃষ্টি হবে এটাই নিয়ম, কিন্তু সেই বৃষ্টির জলে জলবন্দি হয়ে বাস করতে হবে এটা মনে হয় নিয়ম নয়। আর বিশেষ করে জেলার সদর শহর যার পুরসভা হুগলি চুঁচুড়া পৌরসভা, সেই ওয়ার্ডের মানুষকেই বর্ষাকাল এলেই এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে এটা নিশ্চয়ই হওয়া উচিত নয়। গত দু’দিনের বৃষ্টি নয় বর্ষাকাল শুরু হলেই বৃষ্টি আরম্ভ হলেই সেই জল নিয়ে থাকা শুরু হয় হুগলি চুঁচুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পীরতলা এলাকার মানুষদের। আর এই জল বন্দি হয়ে থাকার কারণেই হাতে পায়ে হাজা নিয়ে কাটাতে হয় ছয় মাস। জল জমা নিয়ে এই সমস্যা এক/আধ বছরের ঘটনা নয়। কয়েক দশক ধরে এই অবস্থার মধ্যেই কাটছে এখানকার মানুষেরা।

কাউন্সিলর থেকে পুরসভা এবং প্রশাসনের সর্বস্তরে জানিও তাদের কোনো ফল হয়নি। বর্তমান সরকার আসার পর সেখানেও সর্বস্তরে বলা হয়েছে, সবশেষ নবান্নতে চিঠি দিয়ে জানিয়েছে এখানকার মানুষ। কিন্তু তারপরও কোন কিছুই হয়নি। বর্ষাকাল শুরু হওয়া থেকেই জল বন্দি হয়ে কাটিয়ে চলেছে এখানকার মানুষ। জল জমে বলে ঘরের চৌকাঠে উঁচু করে নিয়েছিল যাতে জল না ঢোকে, কিন্তু বছরের পর বছর জল জমতে জমতে এখন সেই চৌকাট পেরিয়ে জল ঢুকছে ঘরের ভেতর। লাগাতার বৃষ্টি হলে পীরতলা এলাকার মানুষ ছোটখাটো জলাশয় এর ভিতরেই বাস করেন বলা যেতেই পারে। এখানকার কাউন্সিলার তিনি জানিয়েছেন নিচু এলাকা বলেই জল জমে, উত্তর মেলেনি উন্নয়ন কি থমকে গেছে এখানে সেই প্রশ্নের ?