এই মুহূর্তে জেলা

পুলিশি জুলুমের প্রতিবাদে বিজেপির ধিক্কার মিছিল জাঙ্গিপাড়ায়।

চিরঞ্জিত ঘোষ , ২৩ আগস্ট:- গত ২১ শে আগষ্ট জাঙ্গিপাড়ার আঁটপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষের পর পুলিশি জুলুমের অভিযোগ বিজেপির। রবিবার জাঙ্গিপাড়ায় আক্রান্ত বিজেপি সমর্থকদের পাশে দাঁড়াতে সেখানে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির শ্রীরামপুর মন্ডল সভাপতি শ্যামল বসুর নেতৃত্বে সেখানে কয়েকশো বিজেপি কর্মী সেখানে মিছিলে অংশ নেয়। অভিযোগ গত ২১ শে আগষ্ট নেহাত কথা কাটাকাটি থেকেই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ঘটনায় জখম হয় দু পক্ষেরই বেশ কয়েকজন। ঘটনায় তৃণমূল সাত জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করে। রাতে গ্রামে যায় পুলিশ। অভিযোগ অভিযুক্ত বিজেপি সমর্থকদের না পেয়ে তাদের বাড়ীতে দেদার ভাঙচুর করে পুলিশ। বাদ যায়নি বাড়ীর মহিলা ও শিশুরা। এমনই অভিযোগ করে বিজেপি নেতৃত্ব রবিবার সাংবাদিকদের সেখানে নিয়ে গিয়ে ঘটনার ছবি তুলে ধরেন। এমন কি বেছে বেছে তাদের কর্মীদের বিরুদ্ধে যদি পুলিশি জুলুম বন্ধ না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ও ডাক দেন তারা।