হাওড়া , ২১ আগস্ট:- নিজের লাইসেন্স রিভলবার দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বৃদ্ধ। হাওড়ার ব্যাঁটরায় নটবর পাল রোডে শুক্রবার সকালের ঘটনা। মৃতের নাম অমিত ধর ( ৬৯ )। তিনি একসময় এলাকার নামী ব্যবসায়ী ছিলেন। ভালো শ্যুটার হিসাবেও একসময় খ্যাতি ছিল তার। দীর্ঘদিন ধরে স্নায়ুরোগের সমস্যায় চিকিৎসা চলছিল। এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। সম্ভবত এর জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। বাড়িতে তার মা, স্ত্রী, ছেলে ও কাজের লোক থাকেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।