নিজস্ব সংবাদদাতা , ১৫ আগস্ট:- প্রায় 27 বছর ধরে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন বিনামূল্যে রোগীর পরিবারকে বিনামূল্যে প্রয়জনীয় নথি ফটোকপি করে দেন গৌতম টেলিকম।গত ৭ই মে ২০২০ থেকে কোভিড হাসপাতাল কোভিড হাসপাতাল হয়েছে কলকাতা মেডিকেল কলেজ।ফলে এই স্বাধীনতা দিবসের দিনটিতে রোগীর পরিবারকে প্রয়জনীয় কাগজের ফটোকপি বিনামূল্যে করা হলো কলকাতা মেডিকেল কলেজের গৌতম টেলিকমে।বর্তমানে কোভিড হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ।ননকোভিড রোগীদের সংখ্যা নেই বললেই চলে।গোটা হাসপাতালে অসহায় হয়ে ঘুরতে থাকা কোভিড আক্রান্ত রোগীর পরিবার গুলির কাছে ভরসার জায়গা গৌতম টেলিকম। দোকানের কর্ণধার গৌতম পাত্র একজন প্রতিবন্ধী ব্যক্তি।
আজ ৭৪ তম স্বাধীনতা দিবসে এসে নয়া সংকল্প নিয়েছেন এই ব্যক্তি “যতদিন বেঁচে থাকবেন এভাবেই প্রজাতন্ত্র দিবসের পাশাপাশি স্বাধীনতা দিবসের দিনও রোগীর পরিবারকে বিনামূল্যে জেরক্স করে দেবেন প্রয়জনীয় নথি “। বেলেঘাটার বাসিন্দা প্রশান্ত ব্যানার্জি,স্ত্রী কোভিড আক্রান্ত হয়ে গ্রীন বিল্ডিংয়ে চিকিৎসাধীন।বেশকিছু টেস্টের রিপোর্ট গৌতম টেলিকম থেকে ফটোকপি করিয়ে বলেন ” অসহায় মানুষের পাশে যেভাবে গৌতম বাবু দাঁড়িয়েছেন তাতে ধন্যবাদ তাঁকে।” প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে আগামীতে কোভিড- ননকোভিড রোগীদের সাহায্য করাই এখন লক্ষ্য গৌতম বাবুর।