স্পোর্টস ডেস্ক , ২ জুলাই:- অপেক্ষার অবসান! ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল , সরকারিভাবে জানিয়ে দিল বিসিসিআই। সম্ভাবিত সূচিতে ৮ নভেম্বর ফাইনাল হবে বলে জানা গেলেও , ফাইনাল পিছিয়েছে । সূত্রের খবর টিভি সম্প্রচারকারী সংস্থা দিওয়ালি পর্যন্ত আইপিএলকে টেনে নিয়ে যেতে চেয়েছিল । দিওয়ালি পর্যন্ত ফাইনাল না গড়ালেও দিওয়ালির সপ্তাহ পর্যন্ত টুর্নামেন্ট গড়াচ্ছে । ১৩ তম আইপিএলের ফাইনাল ১০ নভেম্বর হতে চলেছে । কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত মিলতেই রবিবার আইপিএল নিয়ে চূড়ান্ত সূচি ঘোষণা করে দিল বিসিসিআই । ভিডিও কনফারেন্সে এদিন ১৩ তম আইপিএল নিয়ে আইপিএল গর্ভনিং কাউন্সিলের ম্যারাথন বৈঠক হয় ।
এরপর সন্ধ্যের দিকে আমিরশাহীতে হলে চলা আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল বোর্ড । রবিবার গর্ভনিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয় এবার আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর এবং ফাইনাল ১০ নভেম্বর। তবে সারা বিশ্বে কোভিডের কথা মাথায় রেখে গর্ভনিং কাউন্সিলের বিশেষ সিদ্ধান্ত ৫৩ দিনের এই টুর্নামেন্টে এবার নেওয়া যাবে কোভিড পরিবর্ত খেলোয়ার। সন্ধ্যের প্রতিটি ম্যাচ ৭.৩০ মিনিটে শুরু হবে। টুর্নামেন্টে ১০টি ডবল হেডার ম্যাচ খেলা হবে । দুপুরের ম্যাচগুলি ৩.৩০ মিনিট থেকে শুরু হবে । আমিরশাহীর তিন স্টেডিয়াম দুবাই , শারজা ও আবু ধাবিকে ম্যাচ হবে।