এই মুহূর্তে জেলা

সাধারণ মানুষকে সুরাহা দিতে কুড়ি টাকা মূল্যে আলু বিক্রি বিজেপির।

হুগলি ,১ আগস্ট:- আকাশছোঁয়া আনাজের দাম , দিনকেদিন মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস । তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর সাংগঠনিক বেলটিং বাজারে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি কুড়ি টাকা মূল্যে সাধারণ মানুষকে আলু বিক্রি করে । তাদের দাবি যেখানে অন্য রাজ্য থেকে পেঁয়াজ সহ বিভিন্ন অনাজ এলেও দাম বৃদ্ধি হচ্ছে না , এ রাজ্যের উৎপাদিত সব্জির দাম আকাশছোঁয়া । সেখানে রাজ্য সরকারের কোনো উদ্যোগ নেই দাম কমানোর । পাশাপাশি পেট্রোল ডিজেলের দাম নিয়ে আন্দোলনে সরব হচ্ছে। যতদিন বা আলুর দাম কমেছে মানুষকে সুরাহা দিতে আজকের মত আগামী দিনেও কুড়ি টাকা করে আলু বিক্রি করা হবে বলে জানান বিজেপি নেতা পরাগতরু মিত্র।