এই মুহূর্তে জেলা

রিষড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে রক্তদান শিবির।

তরুণ মুখোপাধ্যায় , ৩১ জুলাই:- রিষড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর এবং কো-অর্ডিনেটর মনোজ গোস্বামী এবং সমাজসেবী রিনা ঘোষ এর উদ্যোগে এবং রিষড়া জনকল্যাণ সমিতির সহায়তায় শুক্রবার স্থানীয় এলাকায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এই মুহূর্তে করোনার আবহে রক্তদান রক্তদান শিবির গুলি সেই ভাবে করা যাচ্ছে না যার জন্য প্রচন্ড রক্তের অভাব পরিলক্ষিত হচ্ছে । এই পরিস্থিতিতে আজকের রিষড়া জনকল্যাণ সমিতির সহায়তায় এবং সরকারি নিয়ম মেনে 25 জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করলেন । এ ব্যাপারে বলতে গিয়ে রিষড়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর মনোজ গোস্বামী জানান যে বর্তমান সময়ে রক্তের প্রচণ্ড অভাব দেখা যাচ্ছে ।

কারণ বর্তমান পরিস্থিতিতে রক্তদান শিবির গুলো করা যাচ্ছেনা এবং মানুষের মধ্যেও একটা ভীতি সঞ্চার রয়েছে । সেই আবহে আমরা আজ এখানে সরকারি বিধি নিষেধ মেনে রক্তদানের আয়োজন করেছি এবং রক্তদান একটি মহৎ কর্তব্য , এবং যেকোনো মুমূর্ষু রোগীর ক্ষেত্রে রক্ত একটা প্রয়োজনীয় বস্তু , সেই কথা মাথায় রেখে আমরা আজকে এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আমি অভিনন্দিত করছি এই অবস্থায় এই পরিবেশে যারা রক্ত দিলেন তাদের এবং যারা মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাবার কাজে এগিয়ে এলেন । আজকের অনুষ্ঠানের প্রাক্তন কাউন্সিলর তাপস সরখেল সহ স্থানীয় এলাকার বেশকিছু গণ্যমান্য মানুষ উপস্থিত ছিলেন।