এই মুহূর্তে কলকাতা

প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

কোলকাতা , ৩০ জুলাই:- বুধবার গভীর রাতে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে জীবনাবসান হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। কোভিড পরিস্থিতির মধ্যে বর্ষীয়ান কংগ্রেস নেতার শেষযাত্রায় বড় কোনও জমায়েত হবে না ঠিকই তবু বর্ষীয়ান কংগ্রেস নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে বেশ কিছু জায়গায় নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে , বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টায় বেলভিউ হাসপাতাল থেকে সোমেন মিত্রের মরদেহ বের করা হবে। নিয়ে যাওয়া হবে তাঁর ৩ নম্বর লোয়ার রডন স্ট্রিটের বাড়িতে। সেখানে কিছুক্ষণ দেহ রাখার পর প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে নিয়ে যাওয়া হবে প্রয়াত ‘ছোড়দা’কে।

প্রদেশ কংগ্রেসের তরফে অমিতাভ চক্রবর্তী জানিয়েছেন, সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রদেশ কংগ্রেস দফতরে শায়িত রাখা হবে বর্ষীয়ান নেতার দেহ। নেতা, কর্মী, সমর্থকরা এসে শারীরিক দূরত্ব বজায় রেখেই প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। বিধান ভবন থেকে দেহ যাবে পশ্চিমবঙ্গ বিধানসভায়। ১৯৭২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত শিয়ালদহের বিধায়ক ছিলেন সোমেনবাবু। দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত বিধানসভায় রাখা থাকবে সোমেনবাবুর দেহ। সেখান থেকে প্রয়াত নেতার দেহ নিয়ে যাওয়া হবে তাঁর আমহার্স্ট স্ট্রিটের পৈতৃক ভিটেয়। তারপর সেখান থেকে নিমতলা শ্মশানে সোমেনবাবুর শেষকৃত্য সম্পন্ন হবে।