এই মুহূর্তে খেলাধুলা

প্রকাশ্যে বাকযুদ্ধে ইস্টবেঙ্গল ও মহামেডান, কী নিয়ে বিবাদ জেনে নিন ।

স্পোর্টস ডেস্ক , ৩০ জুলাই:- রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস স্পোর্টস কাউন্সিলের বৈঠক ডেকে ছিলেন। বৈঠকে উপস্থিত ছিল ক্রীড়া সংস্থাগুলি। সেই বৈঠকেই ক্রীড়াসংস্থা গুলির মধ্যে মহামেডান-ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধি ও প্রাক্তন ফুটবলাররাও উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই এবার ইস্টবেঙ্গল-মহামেডানের মধ্যে নজিরবিহীন সংঘাত হয়ে গেল। আসন্ন মরসুমে কলকাতায় প্রিমিয়র ডিভিশন আইলিগ হতে পারে। যাতাযাত এড়াতে এবছর একটি শহরকে কেন্দ্র করে লিগ হতে পারে। এরপরই করোনা সংকটের কারণে দ্বিতীয় ডিভিশন আইলিগও একটি শহরেই খেলার পক্ষে মহামেডান মত দেয়। কলকাতায় দ্বিতীয় ডিভিশন আই লিগ খেলতে চেয়ে ক্লাব আইএফএ ও এআইএফএফকে চিঠি দেয়। দ্বিতীয় ডিভিশন আই লিগ সেপ্টেম্বরে শুরুর ইঙ্গিত রয়েছে। সেপ্টেম্বরে টুর্নামেন্ট খেলতে হলে মহমেডান ক্লাব কর্তারা অগাষ্টে অনুশীলন শুরু করার পক্ষপাতী। অগাস্টের প্রথম সপ্তাহ থেকে অনুশীলনে নামার জন্য ক্রীড়াদপ্তরের কাছে মহামেডান অনুমতি চেয়েছিল।

মঙ্গলবার মহামেডান ক্লাবের পক্ষ থেকে ফুটবলসচিব দীপেন্দু বিশ্বাস সভায় হাজির ছিলেন। তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর কাছে অগাস্ট থেকে ফুটবল অনুশীলন শুরুর পক্ষে অনুমতি চান। দাবিতে দীপেন্দুর বিশ্বাস জানান, ২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডিভিশন আই লিগ শুরু, তাই প্রস্তুতির জন্য ন্যূনতম একমাস সময় ধরে অগাস্টের প্রথম সপ্তাহ থেকে মহামেডান প্রস্তুতি শুরুর সম্মতি চায়। ক্রীড়াদপ্তর অবশ্য অতিমহামারী করোনার জন্য মহামেডানকে অনুশীলন করার অনুমতি বাতিল করেছে। ফেডারেশন কেন করোনা মহামারীর মাঝে বাংলায় দ্বিতীয় ডিভিশন আই লিগ করতে চাইছে, সেই নিয়েও শান্তিরঞ্জন দাশগুপ্ত এআইএফএফের পরিকল্পনারও ভৎসনা করেছেন। যা নিয়ে মহামেডান শিবিরে ক্ষোভ। প্রসঙ্গত স্পোর্টস কাউন্সিলের সদস্যের পাশাপাশি শান্তিরঞ্জন দাশগুপ্ত ইস্টবেঙ্গলের সহসচিব। এখানেই মহামেডান শিবিরের দাবি, তারা আইএফএ ও এআইএফএফের কাছে আবেদন করলে, ইস্টবেঙ্গল সবসচিবের বাধা দেওয়ার কোনও জায়গা নেই! প্রসঙ্গত ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ভুল বোঝাবুঝি দূর করে জানানো হয়েছে, বৈঠকে ক্লাবের পক্ষ থেকে ফুটবল সচিব রাজা গুহ উপস্থিত ছিলেন। ইস্টবেঙ্গলের সহসচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত বৈঠকে শুধুই স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে অংশ নেন, ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে তিনি উপস্থিত ছিলেন না।