এই মুহূর্তে জেলা

কোভিড পরিস্থিতিতে অভিনব উদ্যোগ গোলাবাড়ি ট্রাফিকের।

হাওড়া , ৩০ জুলাই:- কোভিড পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিল হাওড়ার গোলাবাড়ি ট্রাফিক। যাত্রীদের পরষ্পর নিরাপদ দূরত্ব বজায় রাখতে টোটো ও ই-রিক্সায় প্লাস্টিকের কিউরিকেল বানিয়ে দেওয়া হল। টোটো ও ই-রিক্সায় যাত্রীদের ঠেসাঠেসি করে বসা বন্ধ করতে এবার উদ্যোগী হল তারা। বৃহস্পতিবার গোলাবাড়ি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে টোটো ও ই-রিক্সায় যাত্রীদের বসার জায়গা প্লাস্টিক দিয়ে চারটি অংশে ভাগ করে দেওয়া হল। প্রতিটি অংশই মোটা ও স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়। ফলে টোটোর সিটে বসে থাকা যাত্রীদের সঙ্গে একে অপরের কোনও স্পর্শ হবে না। এমনকি কথা বলার সময়েও ড্রপলেট ছিটকে আসতে পারবে না। যাত্রীদের শ্বাস-প্রশ্বাসের হাওয়াও অন্যের দিকে যাবার সম্ভাবনা থাকবে না।

ফলে যাত্রীদের পরস্পরের মধ্যে একটা নিরাপদ দূরত্ব বজায় থাকবে। এদিন সালকিয়া চৌরাস্তা মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে বেশ কিছু টোটোতে এইরকম ব্যবস্থা করে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের একাধিক কর্তা। আগামীদের হাওড়া শহরের সমস্ত টোটো ও ই-রিক্সাতে এই ব্যবস্থা নেওয়া হতে পারে। এদিনের অনুষ্ঠান সম্পর্কে গোলাবাড়ি ট্রাফিক গার্ডের তরফ থেকে জানানো হয়, টোটো এবং ই-রিক্সায় যাত্রীরা ঠেসাঠেসি করে বসে। সেইজন্য কোভিড পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের তরফ থেকে প্লাস্টিকের কিউরিকেল বানিয়ে দেওয়া হল। যেটা চারটি পার্টে ভিতরে থাকবে। এরফলে কোনও যাত্রীর সঙ্গে অপর কোনও যাত্রীর স্পর্শ হবেনা। এমনকি কথা বলার সময়ও ড্রপলেট ছিটকে আসবে না। নিশ্বাস প্রশ্বাসের হাওয়া কারো দিকে যাবেনা। সকলের মধ্যে এতে একটা নিরাপদ দূরত্ব বজায় থাকবে।