এই মুহূর্তে খেলাধুলা

ক্লাবে এসে মোহনবাগান রত্ন পেয়ে আবেগে ভাসলেন পলাশ নন্দী।

স্পোর্টস ডেস্ক, ৩০ জুলাই:- সপ্তাহ দুয়েক আগে ঘোষণা হয়েছিল চলতি বছর দুই ‘মোহনবাগান রত্ন’ প্রাপকের নাম । সম্মান পেয়ে আবেগে ভেসেছিলেন ১৯৬৮ মেক্সিকো অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক গুরবক্স সিং । অন্যদিকে ক্লাবের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক পলাশ নন্দী সম্মান পেয়ে আপ্লুত হলেও , আক্ষেপ করেছিলেন ক্লাবে গিয়ে সম্মান নিতে পারবেন না জেনে । করোনা ভাইরাসের জেরে এবার ক্লাব তাঁবুতে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠান থেকে নিজেদের বিরত রেখেছে ১৩১ বছরের ঐতিহ্যশালী ক্লাব । কর্তারা জানিয়েছিলেন পুরস্কার প্রাপকদের বাসভবনে তাঁদের স্মারক পৌঁছে দেবে ক্লাব।

বাকিদের ক্ষেত্রে সেই নিয়ম মেনে সম্মান পৌঁছে দেওয়ার ব্যবস্থা হলেও ব্যতিক্রম পলাশ নন্দী। মোহনবাগান দিবসের দিন সকালে ক্লাব তাঁবুতে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন এই ক্রিকেটার। প্রথমে অমর একাদশের ঐতিহাসিক স্মৃতিতে মাল্যদান করেন তিনি। এরপর ফিজিক্যাল ডিসট্যান্সিং মেনে ‘মোহনবাগান রত্ন’ গ্রহণ করেন বর্ষীয়ান পলাশ নন্দী। প্রথম দফায় ১৯৭৭-৮০ সবুজ-মেরুন জার্সিতে খেলার পর ইস্টবেঙ্গলে চলে গিয়েছিলেন তিনি। ১৯৮০ ফের কামব্যাক করার পর ১৯৯৪ পর্যন্ত একটানা মোহনবাগানে খেলেছেন পলাশ নন্দী। সামলেছেন অধিনায়কত্বের দায়িত্বও। এরপর ২০০৯-১৭ মোহনবাগানের প্রশিক্ষক হিসেবেও দায়িত্বে ছিলেন মোহনবাগানের।