এই মুহূর্তে জেলা

ইদের কারণে শনিবার লকডাউন হচ্ছে না জানালেন মুখ্যমন্ত্রী।

নবান্ন , ২৮ জুলাই:- সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সপ্তাহে দু ’দিন করে লকডাউন কার্যকর করার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তিনি বলেন, ওই সময় পর্যন্ত আংশিক লক ডাউনের পাশাপাশি সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ লক ডাউন চালিয়ে যাওয়া হবে। সম্পূর্ণ লক ডাউনের দিনক্ষণ ও তিনি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন আগামীকাল বুধবার সম্পূর্ণ লক ডাউনের পর ফের আগামী রবিবার লক ডাউন থাকবে। ঈদের কারণে আগামী শনিবার লক ডাউন না করা হলেও অর্থনীতির ওপর চাপ কমাতে রাজ্য সরকার শনি ও রবিবার সম্পূর্ণ লক ডাউন কার্যকর করার পক্ষপাতী । ঈদের কারণে আগামী রবিবার ২ রা আগস্ট এবং বুধবার ৫ আগস্ট সম্পূর্ণ ডাউন কার্যকর করা হবে।

পরবর্তী সপ্তাহে ৮ এবং ৯ আগস্ট শনি ও রবিবার সম্পূর্ণ লক ডাউন থাকবে।স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য ১৫ ই আগস্ট শনিবার লক ডাউন করা হবে না। পরিবর্তে ওই সপ্তাহে ১৬ এবং ১৭ আগস্ট রবিবার ও সোমবার পুরপুরি লক ডাউন চলবে।তার পর আগস্ট মাসের ২৩, ২৪ ও ৩১ তারিখ রাজ্যে সম্পূর্ণ লক ডাউন কার্যকর করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন । সব মিলিয়ে আগামী মাসে সারা রাজ্যে ৯ দিন সম্পূর্ণ লক ডাউন থাকবে। তবে ঈদ , রাখি বন্ধন , স্বাধীনতা দিবসে লক ডাউন না করা হলেও বাড়িতে থেকে সাবধানতা বজায় রেখে উৎসব পালন করার জন্য তিনি রাজ্য বাসীকে অনুরোধ করেছেন। এদিকে লক ডাউন চলাকালীন আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। তিনি বলেন , এখনো পরিস্থিতি স্কুল কলেজ খোলার অনুকূল নয়। তবে যদি অবস্থার ইতিবাচক পরিবর্তন হয় তবে ৫ সেপটেম্বর শিক্ষক দিবসের দিন থেকে পুজোর ছুটির আগে পর্যন্ত একদিন বাদ দিয়ে স্কুল কলেজে ক্লাস শুরু করা হতে পারে।